ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ১৫:১৮:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্রিকেট: বিশ্বকাপ নিশ্চিতের পর স্কটল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ আবারও ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন সাবিনারা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহ-সভাপতি বাংলাদেশ বিয়ের ক্ষেত্রে যে ‘বাধ্যবাধকতা’ বিলুপ্ত করছে ফ্রান্স মানবাধিকার নিশ্চিতে প্রধান উপদেষ্টাকে অ্যামনেস্টির চিঠি ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আজ আজ সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

পদ্মার রেকর্ড ভেঙে টোল আদায়ে শীর্ষে বঙ্গবন্ধু সেতু  

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৮ এএম, ৯ জুলাই ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

পদ্মা সেতুর রেকর্ড ভেঙে টাঙ্গাইলে নতুন ক‌রে আবারও বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে রেকর্ড সৃষ্টি হ‌য়ে‌ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেতুর দুইপা‌ড়ে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে চার কোটি টাকা।

শনিবার (৯ জুলাই) সকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার (৮ জুলাই ) সকাল হ‌তে শনিবার (৯ ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কোটি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। এতে সেতুতে পরিবহন পারাপার হয়েছে ৪১ হাজার ৮১৭‌টি। এরই মধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২৯ হাজার ৭২‌টি পরিবহন। এতে টোল আদায় হ‌য়ে‌ছে দুই কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। অপরদিকে সেতুর প‌শ্চিমপ্রান্ত টোলপ্লাজা অতিক্রম করেছে ১২ হাজার ৮৭৮‌টি পরিবহন। এর বিপরীতে এক কোটি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

এদিকে এর আগে বঙ্গবন্ধু সেতু‌তে বৃহস্পতিবার (৭ জুলাই ) সকাল থেকে শুক্রবার (৮ জুলাই ) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুইপা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কোটি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা। এ সময় পরিবহন পারাপার হ‌য়ে‌ছিল ৪৩ হাজার ৫৯৫‌টি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী ব‌লেন, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টো‌লে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়কে পরিবহনের চাপ রয়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে সর্বোচ্চ টোল আদায় হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ঈদুল ফিত‌রের গত ২৯ এপ্রিল সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি পরিবহন পারপা‌রের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০টাকা।